শীতকালে অজু করতে অলসতা করেন অনেকে। কেউ কেউ কোনো রকমে অজু শেষ করেন। অনেক সময় ঠিকমতো পানি পৌঁছে না অজুর অঙ্গগুলোতে। এভাবেই নামাজ পড়েন ও ইবাদত করেন। অথচ ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না, সেদিকে কোনো খেয়াল থাকে না। শীতকালে অজু ও ইবাদত গ্রহণযোগ্য করতে কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে।
অজুর সময় প্রত্যেকটি অঙ্গ ভালোভাবে ধোয়া উচিত। কোনো অঙ্গ শুকনো থাকলো কি না তা যাচাই করা। মহানবী (সা.) বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যার মাধ্যমে আল্লাহ পাপরাশি মুছে দিবেন এবং জান্নাতের স্তর উঁচু করে দিবেন? সাহাবাগণ বললেন, অবশ্যই বলুন ইয়া রাসুলাল্লাহ! নবী করীম (সা.) বললেন, ১. কষ্টের ক্ষেত্রে খুব ভালোভাবে অজু করা। ২. অধিক পরিমাণে মসজিদের দিকে গমন করা। ৩. এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা। (সহিহ মুসলিম, হাদিস : ২৫১)